বন্ধু, তোমায় রেখে গেলাম সময়ের কাছে
লিখে দিও, জীবন সীমান্তের শেষ পৃষ্ঠা
আমি তো পড়ে থাকবো, সবুজ ঘাসের কার্পেটের নীচে
তুমিই লিখো,জীবন নাটকের শেষ দৃশ্যটা
আমি তো জানতেই পারবোনা
গোধূলির রঙটা কেমন হবে সেদিন…….
বন্ধু, তোমায় রেখে গেলাম এপাড়ে
নানা প্রজাতির ফুল-ফলে পরিপূর্ণ এই পৃথিবীর
ছায়াপথে তুমি থাকো কিছুটা সময়
মেঘের রাজ্যে রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়ানো
জীবনের বসন্তবেলা তোমায় দিয়ে যাবো
তুমিই তো ছিলে আমার পৃথিবীর বিশুদ্ধ নিঃশ্বাস
বন্ধু, তোমায় রেখে গেলাম
ধূসর স্মৃতির পাতা ঝরার শব্দ তরঙ্গের মাঝে
হয়তো সেদিন বৃষ্টি হবে,কারো মলিন চোখে
হয়তো সেদিন বর্ষার মেঘে ছেয়ে যাবে কারো হৃদয়
হয়তো হলুদ বিবর্ণ রোদে ছায়া দেবে ভালোবাসার মানুষের
বন্ধু, আমার হয়ে,লিখে দিও, জীবনের শেষ পৃষ্ঠা……
মৈশন মিয়া বাড়ি, কাপাসিয়া, গাজীপুর
১৫ জানুয়ারী, ২০২১
You must be logged in to post a comment.