একশ দেশের জাতীয় ফুল তোমারে আইনা দিতাম;
জাতীয় সংগীত পাল্টে তোমার নামে কবিতা গাইতাম,
পতাকার জায়গায় তোমার ছবি টানাই রাখতাম,
সংসদে কবিদের সভায় তোমার নামে কবিতা লিখিতাম;
যদি প্রেমিক হইতাম,
৯০ দশকের হারাই যাওয়া প্রেম আবার শুরু করতাম,
মোবাইল কোম্পানি গুলানরে বন্ধ দিয়ে কলম-খাতার কারখানা খুলতাম,
শহরের চিপা-চাপা বয়কট করে খোলা আকাশের নিচে প্রেম সাজাইতাম,
যদি প্রেমিক হইতাম,
তোমারে না দেইখ্যাও ভালোবাসতাম,
তোমারে না পাইলেও ভালোবাসতাম
প্রেম করবার আগে কবি হইতাম।
You must be logged in to post a comment.