একশ দেশের জাতীয় ফুল তোমারে আইনা দিতাম;
জাতীয় সংগীত পাল্টে তোমার নামে কবিতা গাইতাম,
পতাকার জায়গায় তোমার ছবি টানাই রাখতাম,
সংসদে কবিদের সভায় তোমার নামে কবিতা লিখিতাম;
যদি প্রেমিক হইতাম,
৯০ দশকের হারাই যাওয়া প্রেম আবার শুরু করতাম,
মোবাইল কোম্পানি গুলানরে বন্ধ দিয়ে কলম-খাতার কারখানা খুলতাম,
শহরের চিপা-চাপা বয়কট করে খোলা আকাশের নিচে প্রেম সাজাইতাম,
যদি প্রেমিক হইতাম,
তোমারে না দেইখ্যাও ভালোবাসতাম,
তোমারে না পাইলেও ভালোবাসতাম
প্রেম করবার আগে কবি হইতাম।