গত রাতে স্বপ্নে তুই এলি
আবছায়া ঘরে তুই এলি,
খালি পায়ে !
লাল শাড়ি আর মেহেদী রাঙ্গা হাতে
তুই এলি শেষ রাতে।
সেই যে গেলি ছেড়ে
গত দশটি বছর আগে !
আজও কেন সে ব্যাথা বর্তমান লাগে !
আমি ঘুমের গোরে তোর হাত ছুঁয়েছি
তোর শরীরের গন্ধ এখন ও ভাসছে আমার নাকে !
কি খুশবো ছড়িয়ে তুই হারিয়ে গেলি
স্বপ্নলোকের পরে ।
গত রাতে তুই এসে ছিলি আমার ঘরে
শেষ রাতে স্বপ্নলোকে ।
তোর ছোঁয়ায় পূর্ণ ছিল যে ঘরটা
সেই ঘরে কেন আজ রাজ্যের শূন্যতা !

You must be logged in to post a comment.