ভুয়া মালিক সেজে কাগজপত্র নকল করে অন্যের জায়গা বিক্রি করার চেষ্টাকারী ৬ প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি উদ্ধার প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ মোতালেব শিকদার (৬৫), মোঃ পিয়ার হোসেন (৪৯), মোঃ নাসির হোসেন (৬০), মোঃ আঃ মান্নান (৫৫), মোঃ আঃ রব নিরু (৪০) ও মোঃ গোলজার হোসেন (৪৫)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি ইসলামী ব্যাংকের চেক, তিনটি একশত টাকার স্ট্যাম্প, একটি পঞ্চশ টাকার স্ট্যাম্প, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, একশত টাকার স্ট্যাম্প চুক্তিনামা তিনটিসহ জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম ডিএমপি নিউজকে জানান, বুধবার (৩০ ডিসেম্বর) রাত ৭:৩৫ টায় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি ডিএমপি নিউজকে আরো বলেন, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ভুয়া মালিক সেজে অন্যের জমির নকল কাগজপত্র তৈরি করে আরেকজনের কাছে বিক্রি করার পাঁয়তারা করছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে।
You must be logged in to post a comment.