স্মার্টফোন উৎপাদনে শীর্ষে স্যামসাং

0

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোনের উৎপাদন আগের প্রান্তিকের তুলনায় ২০ শতাংশ বেড়ে ৩৩ কোটি ৬০ লাখ ইউনিটে পৌঁছেছে। মহামারীর মাঝে বাজারে মোবাইল ডিভাইসের চাহিদা বৃদ্ধির কারণে উৎপাদনে এমন প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই-সেপ্টেম্বরের এ সময়কালে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক ছিল স্যামসাং ইলেকট্রনিক্স। খবর ইটি টেলিকম।

বাজার বিশ্লেষক সংস্থা ট্রেন্ডফোর্সের মতে, তৃতীয় প্রান্তিকে স্মার্টফোন উৎপাদনে ৭ কোটি ৮০ লাখ ইউনিট নিয়ে শীর্ষে ছিল স্যামসাং। এটি আগের প্রান্তিকের তুলনায় ৪২ শতাংশ বেশি এবং এটি বিশ্বজুড়ে মোট স্মার্টফোন উৎপাদনের ২৩ দশমিক ২ শতাংশ।

ট্রেন্ডফোর্স জানিয়েছে, এ ফলাফল উত্তর আমেরিকা ও ইউরোপের মতো নির্দিষ্ট আঞ্চলিক বাজারগুলোতে স্যামসাংয়ের অব্যাহত লক্ষ্যকে প্রতিফলিত করে। বছরের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রণোদনা ও ভর্তুকির কারণে স্মার্টফোন বিক্রি কিছুটা পুনরুদ্ধার হয়েছে।

স্যামসাংয়ের পরই রয়েছে চীনা সংস্থা অপো ও শাওমি। মোট উৎপাদনের তুলনায় তাদের উৎপাদন যথাক্রমে ১৩ দশমিক ৪ শতাংশ এবং ১৩ দশমিক ২ শতাংশ।

ওয়ানপ্লাস ও রিয়েলমি ডিভাইসসহ অপো তৃতীয় প্রান্তিকে ৪ কোটি ৫০ লাখ স্মার্টফোন উৎপাদন করেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ৬৪ শতাংশ বেশি। অন্যদিকে শাওমি ৪ কোটি ৪৫ লাখ ইউনিট স্মার্টফোন উৎপাদন করেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ৫১ শতাংশ বেশি। ফোন উৎপাদনে ১২ দশমিক ৫ শতাংশ নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাপল ও হুয়াওয়ে। মার্কিন টেক টাইটানের আইফোন উৎপাদন তৃতীয় প্রান্তিকে মাত্র ২ শতাংশ বেড়ে ৪ কোটি ২ লাখ ইউনিট ছিল। সুত্র: বনিক বার্তা

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.