আইফোন ১২-এর চার্জিংয়ে সমস্যা

1
আইফোন ১২ মডেলের কিউ–সার্টিফায়েড চার্জার ব্যবহার করে ওয়্যারলেস চার্জিংয়ে সমস্যা থাকার বিষয়টি স্বীকার করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সমস্যা সমাধানে সফটওয়্যার হালনাগাদ আনার কথা বলা হচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাক জানিয়েছে, সমস্যা সমাধানে অ্যাপল কাজ শুরু করেছে।
আইফোন ১২ মডেলের সমস্যা প্রসঙ্গে একজন ব্যবহারকারী অভিযোগ করেছেন, তারহীন উপায়ে এক দিন আইফোন ১২ মডেলের চার্জ দেওয়া গেলেও পরের দিন আর চার্জ নেয় না। একে আবার রিবুট করা হলে আবার চার্জ নেয়।
ইতিমধ্যে অ্যাপল ফোরামে এ বিষয়ে ৭০০ জনের বেশি ব্যবহারকারী চার্জিং সমস্যা নিয়ে অভিযোগ করেছেন। সমস্যার বিষয়টি স্বীকার করে অ্যাপলের একজন কর্মকর্তা বলেছেন, বিষয়টি সম্পর্কে তাঁরা জ্ঞাত। সমাধান আসছে।

এর আগে গত মাসে কয়েকজন ব্যবহারকারী আইফোন ১২ মডেলের ডিসপ্লে নিয়ে অভিযোগ তুলেছিলেন। এ বিষয়টি ঠিক করতেও কাজ করছে অ্যাপল।
ম্যাকরিউমার নামের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, অ্যাপলের অভ্যন্তরীণ নথি অনুযায়ী, আইফোন ১২ মডেলের ডিসপ্লে সমস্যার বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ ওয়াকিবহাল। কিছু পরিস্থিতিতে ডিসপ্লে সবুজ, ধূসর বা অন্য রং দেখায়।
অ্যাপলের নতুন আইফোন ঘিরে নেটওয়ার্ক সমস্যার বিষয়েও কেউ কেউ অভিযোগ তুলেছেন।
কোথাও ৪–জি আবার কোথাও ৫–জি নেটওয়ার্কে ফোনটিতে সমস্যা হচ্ছে। অ্যাপল ফোরামে এসব অভিযোগ তুলে ধরা হচ্ছে।
এ বছরের ১৩ অক্টোবর ৪টি নতুন মডেলের আইফোনের ঘোষণা দেয় অ্যাপল। মডেলগুলো হচ্ছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ও আইফোন ১২ মিনি। আইফোন ১২ মিনির দাম শুরু ৬৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১২ (৬৪ জিবি)–এর দাম শুরু ৭৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১২ প্রো (১২৮ জিবি) মডেলটির দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১২ প্রো ম্যাক্সের দাম শুরু ১ হাজার ৯৯ মার্কিন ডলার থেকে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন আইফোন ঘোষণার মাধ্যমে ৫–জি স্মার্টফোনের রাজ্যে ঢুকেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.