বিজনেস প্লান কিভাবে করবেন?

5

বিজনেস প্লান কিভাবে করবেন?

যেকোন বিজনেস শুরু করার আগে প্লান অবশ্যই করতে হবে। প্লান না করে বিজনেস শুরু করলে, ঘরে চাবি রেখে দরজায় তালা দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে
প্লান কিভাবে করবেন? The $100 Start Up বইটিতে খুব সহজভাবে বিজনেস প্লান তৈরীর ফরমূলা দেওয়া আছে।
নিচের প্রশ্নগুলোর উত্তর আপনি ১ বা ২ লাইনের মধ্যে লিখে ফেলুন। আপনার একটা প্লান দারিয়ে যাবে।
যারা বিজনেস শুরু করে দিয়েছেন তাদেরকেও বলবো নিচের প্রশ্নগুলোর উত্তর খুজে বের করার জন্য।
প্রশ্ন ১ঃ আপনি কি বিক্রি করবেন?
আপনি কোন প্রোডাক্ট বিক্রি করবেন সেটা ঠিক করে ফেলুন। এই প্রোডাক্টের বাজারে চাহিদা আছে কিনা সেটাও যাচাই করে নিন।
প্রশ্ন ২ঃ এই প্রডাক্ট বা সার্ভিস কারা কিনবে? (তাদের বয়স, ইন্টারেস্ট, লোকেসনসহ যত সম্ভব জানুন)
আপনার টার্গেট পিপল বা কাস্টমার কারা। ছেলে নাকি মেয়ে, তাদের এভারেজ বয়স কত, তারা ইন্টারনেটে কোথায় বেশী সময় কাটায়, ফেসবুক নাকি ইন্সটাগ্রাম বা অন্যকোথাও। তাদের ইনকাম কিরকম। আপনি যেই ধরনের প্রোডাক্ট বিক্রি করছেন সেটার জন্য তারা কি পরিমান খরচ করবে বলে আপনার মনে হয়। আপনার কাস্টমার সম্পর্কে আপনি যত বেশী জানবেন তত ভালো।
প্রশ্ন ৩ঃ আপনার প্রোডাক্ট মানুষকে কিভাবে হেল্প করবে?
প্রশ্ন ৪ঃ প্রডাক্টের দাম কত রাখবেন?
প্রশ্ন ৫ঃ টাকা কিভাবে নিবেন?
ইকমার্সে সাধারনত টাকা একবারেই নেওয়া হয়। অন্য কোন সার্ভিস হলে সেটার জন্য মাসিক বা ৩ মাসে একবার, কিভাবে টাকা নিবেন। বিজনেস ইকমার্স হলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে টাকা নিবেন নাকি এডভান্স পেমেন্ট নিবেন এসব বিষয় ঠিক করে রাখুন।
প্রশ্ন ৬ঃ আপনার প্রোডাক্ট থেকে ইনকাম করার অন্য কোন উপায় আছে কি?
খাটের সাথে আপনি ম্যাট্রেস, বেড শিড এসব বিক্রি করতে পারেন, এভাবে আপনার প্রোডাক্টের সাথে আর কিছু বিক্রি করা যায় কিনা
প্রশ্ন ৭ঃ কাস্টমার আপনার বিজনেস সম্পর্কে কিভাবে জানবে?
ফেসবুকে মার্কেটিং করে জানাবেন, নাকি অফলাইন মার্কেটিং করবেন এসব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা রাখতে হবে।
প্রশ্ন ৮ঃ কাস্টমার যেনো আপনার প্রোডাক্ট অন্যকে রেফার করে সেই ব্যাপারে কিভাবে উৎসাহ তৈরী করবেন?
প্রশ্ন ৯ঃ কতগুলো কাস্টমার পেলে বা বছরে কত টাকা ইনকাম হলে আপনি এই উদ্যোগকে সফল মনে করবেন?
একটা ব্যবসাকে এত সহজে সফল বলা কঠিন। তবে এটা একটা মাইলস্টোন বলতে পারেন।
প্রশ্ন ১০ঃ আপনার ব্যবসার বাধা বা চ্যালেন্সগুলো কি কি? এবং সেগুলো সমাধান কি হতে পারে?
বাধা ১ঃ
সমাধান ১ঃ
বাধা ২ঃ
সমাধান ২ঃ
Co-founder: Codefix
Share Knowledge Grow Together
পোষ্টটি আপনার জন্য হেল্পফুল মনে করেন? কমেন্টে জানাবেন।
আশা করছি পোষ্টটি শেয়ার করবেন

 

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.