Google ads কী

Google ads কী

0

?Google ads কী ?
গুগল এ বিজ্ঞাপন দেওয়ার একটি মাধ্যম, যার দ্বারা আপনার টার্গেট অডিয়েন্স এর কাছে বিজ্ঞাপন, তথ্য দ্রুত সময়ে পৌঁছিয়ে দিতে কার্যকর।

⚙️Google ads কিভাবে কাজ করে?

মনে করুন, আপনি গুগলে সার্চ করলেন X mobile price , তারপর দেখবেন আপনার কাছে ওই রিলাটেড বিজ্ঞাপন আসতেই থাকবে, এবার আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার সময় সঠিক keyword বাছাই করে বিজ্ঞাপন তৈরি করলে আপনার টার্গেটেড কাস্টোমার এর কাছে পৌঁছে যাবে, গুগলে সার্চ করে না এমন পাবলিক কম ই আছে।

আবার বিভিন্ন web site, you tube video, Facebook, messenger, এমনকি android মোবাইলের অনস্কীন ও দেখতে পাবেন গুগল বিজ্ঞাপন।

গুগলে বিজ্ঞাপন দিতে চাইলে আপনাকে এক্সপার্ট হতে হবে, তা না হলে অর্থ ফুরোবে ঠিকই কিন্তু ফলাফল আশানুরূপ আসবে না.
সঠিক keyword analysis, target audience select, campaign strategy, ইত্যাদি করলেই কেবল ফলাফল পাওয়া সম্ভব ।

আর হাঁ , মনে রাখবেন একজন google ads specialist এর চাহিদা বর্তমানে অনেক বেশি, অনেক বড় বড় কোম্পানি উচ্চ বেতনে নিয়োগ দিয়ে থাকে।

ধন্যবাদ
হাবিব
Digital Marketer

Choose your Reaction!
Leave a Comment
Cart
Your cart is currently empty.